নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে সন্দেহ ভাজন আরও এক কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। আসামি হাও লিয়ান বম(৬৭) বান্দরান সদরের লাইমি পাড়া এলাকার বাসিন্দা ঙুনৎিলর বমের ছেলে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাইসুমা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সুত্রে জানাযায়, রুমায় ব্যংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যংক ম্যানেজারকে অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আজ আরও একজনকে আদালতে হাজির করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইসুমা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
বান্দরবান চীফ জুডিসিয়াল আদালতের জিআরও বিশ্বজিত সিংহ সত্যতা নিশ্চিত করে জানান রুমায় ব্যংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যংক ম্যানেজারকে অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আজ লিয়ান বম নামে এক ব্যাক্তিকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য রুমা-থানচিতে যৌথ অভিযানে এই পর্যন্ত সন্দেহ ভাজন ৬৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।