নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের রুমা থানচিতে ব্যাংক ডাকাতি ও আইনশৃংখলা বাহিনীর অস্ত্র লুটের ঘটনায় ৫২ জন কেএনএফ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার(৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টা, বিকেল ৩টা ও ৪ টায় তিন দফায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।
কারাগারে পাঠানোরা হলেন,থানচির ভান লাল বম, রোয়াংছড়ির ভানুনুন নুয়াম বম,থানচির জেমিনিউ বম,আমে লনচেও বম,রুমার ভানলাল দিক বম(৩০), সাইরাজ বম(২৫),রুয়ল কমলিয়ান বম (৫৫),গিলবার্ট বম(১৯), লাল রাম তিয়াম বম (৪৪),লিয়ান নোয়াই থাং বম (২০), নল থন বম (৫৫),পেনাল বম (৬৫), লাল মূন লিয়ানবম(২৮),জাসোয়া বম (৪৫), জৌনুন সাং বম (৪৫), ভান লাল সম (৩৩),লালদাম লিয়ান বম (৩৬), রেম থন বম (৩০),সাপলিয়ান থাং বম(২১),লম জুয়েল লম(৫০), পাসুম বম(৪৪),লাল শাওসম বম (৩৭), বানরোয়াথ ময় বম (২৩),লাল রোয়াই বম (৫২), লাল কিমপার বম (৪০), লাল রোয়াই বম (৫২),)লাল কিম পার (৪০) লাল রোয়াথ লন বম (৪৫) লাল প্লেং কিম বম (২৯) রৌসাং লিয়ান বম (৩০) লাল পাংপুই বম(২০) বারৌ সাং বম (৩০) লাল ইমানুয়েল বম(৪৩) লাল কিম সাং বম (২৫) সুনপার লিয়ান বম (৩৩),জেমস মিল্টন বম(৩৪) রাম থাম লিয়ান বম (১৯) মেলরী বম (২৬) জিং রোল এং বম (৩০)বান রিম কিম বম( ৩৫),লেরী বম(২৩)নেমপেল বম (৩৮), লাল তানহকিম বম(৩০),পারঠা জোয়াল বম(১৯),লাল নুন কিম বম(২৫),লাল নুন রম(২৩), লাল নু এং বম(১৯),টিনা বম(১৯),লাল নুন জির বম(৩৩), জিংরেম ঙাক বম(২০),আলমন বম(২৩),ঙানইন কিম বম(৩০),লালসিংপার বম(২৬),শিউলি বম(২১),তারা সকলেই থানচি ও রুমার বাসিন্দা।
আদালত সূত্রে জানাযায়, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় আজ তিন দফায় ৫২ জনকে আদালতে উপস্থাপন করা হলে আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গতসোমবার কেএনএফ সাথে জড়িত থাকার অভিযোগে আসামীদের যৌথ বাহিনী রুমা উপজেলার বেথেল পাড়া থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের বান্দরবান সদর থানা পুলিশের হেফাজতে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলু হক জানান, আদালতের নির্দেশে সকালে সাড়ে বারোটায় প্রথম দফায় ৩ জন এবং দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ৪৯ জন। সবমিলিয়ে ৫২ জন কেএনএফ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওচিম বম ও ডাকাতিতে ব্যবহৃত জীপ গাড়ি চালক কফিল উদ্দিন সাগরকে কারাগারে পাঠানো হয়েছিল।