নিজস্ব প্রতিবেদক: বান্দরবান জেলার থানচি উপজেলার থানচি বাজারে প্রচন্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। সন্ত্রাসীরা বাজারের বিদু্ৎ সংযোগ বিচ্ছিন্ন করে, চতুর্দিক থেকে গুলি করতে করতে থানার দিকে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে থানচি বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। তিনি জানান থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও থানচি বাজারে প্রচন্ডগোলাগুলি হচ্ছে। সশস্ত্র সংগঠনের সাথে পুলিশ ও বিজিবি”র।
থানচি বাজারের ব্যবসায়ী রতন জানান রাত সাড়ে ৮টা থেকে গোলা গুলি শুরু হয়। বাজার এলাকার লোকজন চরম নিরাপত্তাহীনতায় আছে বলে জানান তিনি।
থানচি বাজার কমিটির সভাপতি ও থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো জানান থানচি এলাকায় এখন বিদ্যুৎ নেই। ঘোর অন্ধকারের মধ্যে বাজার এলাকায় প্রচন্ড গোলাগুলির শব্দ। সন্ত্রাসীরা গুলি করতে করতে থানচি থানার দিকে অগ্রসর হচ্ছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, থানায় আক্রমণ করার উদ্দেশ্যে করে সন্ত্রাসীরা ঘন্টাব্যাপী গুলি চালিয়েছে। পুলিশ ও বিজিবি পাল্টা গুলি করার কারনে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।