নিজস্ব প্রতিবেদক: ২৬ এ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল এর আয়জন করে জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবান জেলা শাখা ।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৪টায় বিএনপির বান্দরবান জেলার কেন্দ্রীয় কার্যালয় এ আরম্ভ হয় আলোচনা সভা। সভা শেষে দোয়ার মধ্য দিয়ে ইফতার শেষ করে বিএনপির নেতাকর্মীরা।
উক্ত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সাচিং প্রু জেরী সাবেক এমপি,সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ ওসমান গণি,সিনিয়র সহ-সভাপতি বান্দরবান জেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রশিদ, জাহাঙ্গীর আলম,সাবেক সভাপতি বান্দরবান জেলা ছাত্রদল। উম্মে কুলসুম সুলতানা লীনা, সিনিয়র সহসভাপতি জেলা মহিলা দল। আলী হায়দার বাবলু, আহ্ববায়ক জেলা স্বেচ্ছাসেবক দল। আশরাফুর রহমান রুবেল,আহ্ববায়ক জাতীয়তা বাদী স্বেচ্ছাসেবক দল বান্দরবান পৌর শাখা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপি এর অঙ্গংগঠনের নেতা কর্মীরা।
আলোচনা সভা শেষে সভায় উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করে জেলা বিএনপির নেতাকর্মীরা ।