শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকায় এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে থানচিতে মিছিল সমাবেশ খাগড়াছড়িতে বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন বান্দরবানের দুর্গম পাহাড় থেকে অপহরণের ১৭ ঘন্টা পর অপহৃত সাত শ্রমিক উদ্ধার বান্দরবানের তিন উপজেলার পর্যটন কেন্দ্র খুলে দেয়ার চেষ্টায় কাজ করছে প্রশাসন: জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়ি বিজিবি’র যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক বান্দরবানে মুক্তিপণের দাবিতে ৭ জন অপহরণের অভিযোগ নাইক্ষ্যংছড়িতে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ থানচিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ইট ভাটায় ১ লক্ষ টাকা জরিমানা রুমায় ৯ বিজিবি কৃতক শীতার্তদের শীতবস্ত্র বিতরণ রামুতে ছাত্রলীগ নেতা কৃতক বন্দুক ঠেকিয়ে -যুবদল নেতাকে হুমকি
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

থানচিতে জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

রেমবো ত্রিপুরা
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩১৯৬ জন নিউজটি পড়েছেন

 থানচি প্রতিনিধি: সারাদেশে ন্যায় বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবারে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে”।

রবিবার (১৭ই মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে (বঙ্গবন্ধু ম্যুরাল) সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, বিভিন্ন সংগঠন ও সংস্থা কর্তৃক অংশগ্রহণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে বাজার এলাকার হয়ে পুনরায় উপজেলা প্রাঙ্গনে এসে রঙিন সাজে সজ্জিত শিশুদের উপস্থিতিতে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে উপজেলা মিলনায়তন সভা কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মানুন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটি উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক ও থানচি থানা এসআই রতন দে প্রমুখ। এছাড়া দফতরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা

হয়।

জাতির পিতার জন্মবার্ষিকীতে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির কামনা করে উপজেলাধীন সকল মসজিদে বাদ জোহর সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
themesba-lates1749691102
error: Content is protected !!