বাণিজ্যিক মিত্রদের ইরান ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের পর টুইটারে এ হুঁশিয়ারি দিলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা যাবে না।’
নতুন অবরোধের মধ্যে কিছু এখনই কার্যকর হয়েছে। তেল রপ্তানিসহ কঠোর অবরোধ কার্যকর হবে নভেম্বর থেকে।
এ ধরনের পদক্ষেপকে ‘মনস্তাত্তিক যুদ্ধ’ অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট।
২০১৫ সালে করা ইরানের সঙ্গে ৬ বিশ্ব শক্তির করা পরমাণু চুক্তি থেকে সম্প্রতি বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর চলতি বছরের ৬ আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে আবারো কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প এ চুক্তিকে ‘একপাক্ষিক’ ও ‘বিপর্যয়কর’ বলেও আখ্যায়িত করেন।
তবে ইরান চুক্তি থেকে সরে আসেনি ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের বিরুদ্ধেও কথা বলছে ইউরোপীয় নেতারা। তারা বলছেন, ইরানের সঙ্গে বৈধ ব্যবসা চালিয়ে যাবেন