নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা প্রাশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা পরিষদ সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান, নাইক্ষ্যংছড়ি হাসপাতালের প্রধান ডা: সেলিম।
আরও উপস্থিত ছিলেন,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান,উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা শাহা আজিজ,প্রাণী সম্পাদ কর্মকর্তা, ছৈয়দ নুর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। বাংঙ্গালী জাতীয় জীবনে এই দিনের গুরুত্ব বাঙ্গালীর অস্তিত্বের সাথে মিশে আছে।
বক্তারা আরও বলেন ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে ২ লক্ষ মা ভোনের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে,
স্বাধীনতার অপশক্তি এখনো সোচ্চার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সংগঠন সাধারণ মেহনতি মানুষের সংগঠন এই সংগঠনের পেছনে কোন অপশক্তি সফল হবে না, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাবে দুর্বার গতীতে।
এরপর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।