নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান মানোন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ‘সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে’ বুধবার(২৮ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় বিজিবির হল রুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ, সনদ, উপবৃত্তি, ও অসচ্ছল দুস্হ পাহাড়ি- বাঙ্গালী জনসাধারণ মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান এবং কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
বিজিবির প্রেস ব্রিফিং জানান, এ জোন এলাকায় বসবাসরত ৪০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকা হস্তান্তর,অত্র এলাকায় বসবাসরত ৪৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, আর্থিক অসচ্ছল ২৬ জন পাহাড়ি- বাঙ্গালি জনসাধারণের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান এবং নাইক্ষ্যংছড়ি জোন পরিচালিত এ এলাকার গরিব ও বেকার ১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ৩ মাস ব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের নিকট সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র বিতরণ শেষে নতুন করে ১০ জন শিক্ষার্থীর সমন্বয়ে কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়, যা পর্যায়ক্রমে চলমান থাকবে।
কক্সবাজার রিজিয়ন কমন্ডার,ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম উক্ত অনুষ্টানে উপস্থিত থেকে সনদ বিতরণ শিক্ষা উপবৃত্তি প্রদান, স্কুল ব্যাগ হস্তান্তর এবং আর্থিক অনুদান প্রদান করেন। এসময় নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো: সাহল আহমেদ , মেজর রাফি-উস-হাসান, অপস অফিসার ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সুবেদার মোজর বিজিবি সদস্যগণ,পাহাড়ি বাঙ্গালি ব্যাক্তিবর্গ,ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাংবাদিকবৃন্দ সহ সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ ও অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো: সাহল আহমেদ বলেন, এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।