নিজস্ব প্রতিবেদকঃসড়ক দূর্ঘটনা এড়াতে মোটরসাইকেল আরোহীর হেলমেট ব্যবহার খুবই জরুরী,যা অনাকাঙ্ক্ষিত অনেক সড়ক দূর্ঘটনা এড়াতে সহায়তা করে।
লাইসেন্স,হেলমেট বিহীন মোটরসাইকেল ব্যবহার না করা এবং ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা কালে এসব কথা বলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মানুন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) জেলা সদরের মেঘলা এলাকায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, এ সময় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে বিভিন্ন অঙ্কের জরিমানা আদায় করা হয়।পাশাপাশি হেলমেট বিহীন মোটরসাইকেল না চালানোর প্রতি সকলকে আন্তরিক হওয়ার পরামর্শ দেয়া হয়।