বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দিন দিন বেড়ে চলেছে অতিরিক্ত মালামাল বহনকারী যানবাহনের চলাচল। সম্প্রতি জেলা সদরের বিভিন্ন এলাকায় এ ধরনের দৃশ্য লক্ষ্য করা গেছে। অনুমোদিত সীমার চেয়ে অতিরিক্ত কাঠ, বাঁশ, সিমেন্ট ও পাহাড়ি শাকসবজিসহ নানা ধরনের মালামাল বোঝাই করে মালবাহী যানবাহনগুলো সরু ও বাঁকানো সড়ক দিয়ে চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
বিশেষ করে রাতের অন্ধকারে ভারী যানবাহনের এ ধরনের চলাচল স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি অঞ্চলের সড়কগুলো তুলনামূলকভাবে সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় অতিরিক্ত বোঝাই যানবাহন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়। এতে পেছনে চলাচলকারী ছোট যানবাহন ও মোটরসাইকেল আরোহীরা প্রায়ই বিপদের মুখে পড়ছেন।
সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত সীমার অতিরিক্ত মালামাল বহনের ফলে যানবাহনের ব্রেক ও ভারসাম্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এতে চালক যেমন ঝুঁকিতে থাকেন, তেমনি আশপাশের মানুষ ও অন্যান্য যানবাহনও বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধস ও সড়ক ক্ষতির আশঙ্কাও বেড়ে যায়।
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিক আবুল কালাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অতিরিক্ত বোঝাই যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো গেলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
চলাচলকারীদের প্রত্যাশার কথা জানিয়ে এক মোটরসাইকেল আরোহী সজিব বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি নজরে এনে কার্যকর ব্যবস্থা নেবে—এমনটাই আশা করি। বান্দরবানের সড়কগুলোকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
আরো পড়ুন→আগামী বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম হতে পারে চেইঞ্জ মেকার


