থানচি প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৩০০ নং সংসদীয় আসনে মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী তার নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বান্দরবানের থানচি উপজেলায় পথসভা ও গণসংযোগে অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বলিপাড়া ও থানচি সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পথসভায় সাচিংপ্রু জেরী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি বান্দরবান পার্বত্য জেলা মানুষের পাশে থাকতে চাই। তিনি পাহাড়ি-বাঙালি ভাগ্য উন্নয়নের, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর অধিকার, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করবেন।

পথসভায় জেলা ও স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন এবং দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে এলাকাজুড়ে নির্বাচনী প্রচারণা চালান। দিনব্যাপী এই কর্মসূচিতে থানচি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী।
উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই বান্দরবান জেলার ৩০০ নং আসনে বিএনপি প্রথম নির্বাচনী প্রচারণা হিসেবে প্রচারণা জোরদার হতে শুরু করেছে।
আরো পড়ুন→জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় গ্রেফতার ৩


