নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টার দিকে ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘুমধুম ইউনিয়ন ছাত্রদল নেতা খাইরুল আমিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদল নেতা মো. নয়ন ও সাদেক হোসেন ইফতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি কামাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল কবির রাকিব এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে কামাল উদ্দিন বলেন,শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার আদর্শ আজও দেশের তরুণ সমাজের জন্য পথপ্রদর্শক। ছাত্রদলকে সেই আদর্শ বুকে ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা মামুনুর রশিদ বলেন, “দেশের বর্তমান সংকটময় সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রদলকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রুহের মাগফিরাত কামনায় আমাদের সকলকে দোয়ার পাশাপাশি আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকতে হবে।”
বিশেষ অতিথি আমিরুল কবির রাকিব বলেন, “ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থেকেছে। আগামীতেও গণতন্ত্র পুনরুদ্ধারে যুব ও ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন বিএনপি নেতা হায়দার আলি কোম্পানি, মুজিব,শাহজালাল, সিরাজ, রুবেল, খাইরুল, সাইফুদ্দিন, ছাত্রদল নেতা মাঈন উদ্দীন, ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষপর্বে নুরুল আমিন ফারুখীর দোয়া পরিচালনার মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।


