থানচি প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের থানচিতে দুর্গম রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন, সেক্টর সদর দপ্তর বিজিবি’র।
বুধবার দুপুরে কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, বান্দরবান কর্তৃক বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার থানচি উপজেলার অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে অবস্থিত রেমাক্রী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে সেক্টর কমান্ডার দুর্গম ও পাহাড়ি অঞ্চলে অবস্থিত উক্ত বিদ্যালয়ের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি একজন এতিম ও অভিভাবকহীন পাহাড়ি শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেন।
এ সময় বলিপাড়া জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় সেক্টর কমান্ডার বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দুর্গম পার্বত্য অঞ্চলে বিজিবি কর্তৃক এ ধরণের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরো পড়ুন→থানচিতে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


