বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য চট্টগ্রামে ভূমি ব্যবস্থাপনার বৈষম্য নিরসন, নাগরিক অধিকার সুরক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে বান্দরবান মুক্ত মঞ্চের সামনে আয়োজিত এ মানববন্ধনে ব্যানারে উত্থাপিত বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— বাজারমূল্যে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন, দীর্ঘদিন ঝুলে থাকা ভূমি ও বসতভিটার মামলা দ্রুত নিষ্পত্তি, জমি ক্রয়-বিক্রয় ও নামজারির ক্ষেত্রে তিন দফা এনওসি প্রথা বাতিল, ৬১ জেলার ন্যায় পার্বত্য চট্টগ্রামে ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু, ভূমি ক্রয়-বিক্রয়ে হয়রানি বন্ধ, প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ ভূমি অফিস স্থাপন, ভূমি দখল ও খাজনা পরিশোধে সহজ সুযোগ সৃষ্টি এবং জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক বৈষম্যের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এসব অনিয়ম ও হয়রানি বন্ধে দ্রুত কার্যকর ও স্থায়ী সমাধান প্রয়োজন বলে তারা দাবি জানান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমান। এসময় নাগরিক পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কয়েকশো নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আরো পড়ুন→থানচিতে যৌথ অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ


