থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে বন বিভাগ ও আলিকদম ব্যাটালিয়ান (৫৭ বিজিবি) যৌথ অভিযান পরিচালনা করে থানচি রেঞ্জাধীন বড় মদক এলাকার প্রচুর পরিমাণে অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে থানচি রেঞ্জাধীন বড় মদক এলাকার যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে গাছ কর্তন ও পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা সেগুন গোল কাঠ মোট ৭১৬ টুকরো প্রায় ৪২২ ঘনফুট জব্দ করা হয়।
এই নিয়ে থানচি রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসরাফিল ইসলাম বলেন, অভিযান কালে ঘটনাস্থলে কাউকে আটক করা না হলেও জব্দ করা গোল কাঠ থানচি রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বন আইনের মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন।
আরো পড়ুন→জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তা নিহত


