Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র‍্যাব কর্মকর্তা নিহত

পাহাড়কন্ঠ ডেস্ক
আপডেট : January 20, 2026
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের আরো তিন সদস্য আহত হয়েছেন। 

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এই ঘটনা ঘটে। নিহত ওই র‌্যাব কর্মকর্তার নাম মোতালেব। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হতে প্রেষণে র‌্যাবে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন

তিনি বলেন, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। সেসময় স্থানীয় সন্ত্রাসীরা র‌্যাবের ওপর হামলা করে। এতে চারজন র‌্যাব সদস্য গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব কর্মকর্তা মোতালেব নিহত হয়েছেন।এ ঘটনার পর জঙ্গল সলিমপুরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতোয়েন করা হয়েছে।