Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে দৈনিক জনবানীর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রেমবো ত্রিপুরা
আপডেট : January 19, 2026
Link Copied!

থানচি প্রতিনিধিঃ জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানের থানচিতে আলোচনা সভা ও কেক কাটার কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটির যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে দৈনিক জনবানী ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে থানচি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানের সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অংপ্রু ম্রো ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবামং মারমা প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে জাতীয় দৈনিক জনবানী দেশ, সমাজ ও মানুষের কথা তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে থানচিতে। আগামীতেও জনবানী পত্রিকা পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে জাতীয় দৈনিক জনবানীর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প