নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম বাইশারী গ্রামের মাওলানা কবির উদ্দীন হুজুরের বসতবাড়ি অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাত ৩ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানাযায়।
প্রত্যক্ষদর্শী বসতঘরের মালিকের ছেলে ইরফানুল হক মিশকাত জানান, রাত আনুমানিক ৩ টার দিকে হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেংগে যায়। সাথে সাথে বাড়ীতে ঘুমন্ত অবস্থায় যারা ছিল তাদেরকে ঘুম থেকে জেগে তুলে কোন রকমেই ঘর থেকে বের হওয়ার সুযোগ পায়। কিন্ত বাড়ী থেকে কোন কিছুই বের করার সুযোগ হয়নি। আগুনের লিলিহান শিখা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসেও কোন কিছুই রক্ষা করতে পারেনাই।
বাড়ির মালিকের ছেলে মাওলানা ছালামতুল্লাহ জানান, কিভাবে আগুনের সুত্রপাত ঘটেছে তারা জানেনা, চুলা থেকে বা বৈদ্যতিক সংযোগ থেকে থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছেন তারা। ক্ষয়ক্ষতির পরিমান কমপক্ষে ত্রিশ লাখ টাকার অধিক হবে বলে দাবি বাড়ির মালিকের।
তিনি আরো জানান,বাড়ীর আসবাব পত্র, ফ্রিজ ২ টি, স্বর্ন প্রায় আট ভরি, ধান, চাউল, ফার্নিচার সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। শুধুমাত্র পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এস আই আসলাম সহ সংগীয় ফোর্স। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ইউপি সদস্য নুরুল কবির জানান আগুনের ঘটনা সত্য। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ আসলাম জানান, আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। কে বা কাহারা আগুন দিয়েছে এবং কিভাবে লেগেছে তা জানা যায়নি।
আরো পড়ুন→বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমতিতে অনিয়মের অভিযোগ,খতিয়ে দেখবে জেলা প্রশাসন


