1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
ওসি মাসরুরুল হকের বিদায়ে এলাকায় হতাশা ও উদ্বেগ - paharkantho
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে সাংবাদিকদের সথে এনসিপির নবগঠিত কমিটির মতবিনিময় পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র‌্যালি–সমাবেশ থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা বাস্তবায়নের দাবি নিয়ে বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালন রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

ওসি মাসরুরুল হকের বিদায়ে এলাকায় হতাশা ও উদ্বেগ

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হককে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি থানায় লটারির মাধ্যমে বদলির খবরে নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দায়িত্বশীল ও দক্ষ এই পুলিশ কর্মকর্তার বদলিতে স্থানীয়দের মধ্যে হতাশা প্রকাশ পেয়েছে। অনেকেই ভালো কাজ করা একজন ওসির অভাব অনুভব করার পাশাপাশি ভবিষ্যতের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে, ওসি মাসরুরুল হক দায়িত্ব গ্রহণের পর থেকে নাইক্ষ্যংছড়ি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল। মাদক,চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে তিনি ছিলেন কঠোর ও আপসহীন। তাঁর নেতৃত্বে পুলিশের তৎপরতার ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসে বলে দাবি করেন সচেতন নাগরিকরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় নাইক্ষ্যংছড়ি থানার হলরুমে ওসি মাসরুরুল হকের বিদায় উপলক্ষে এক আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক তোফায়েল আহমেদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ ছুট্রু, বাংলাদেশের জামায়াতে ইসলামী নাইইক্ষ্যংছড়ি উপজেলার আমীর আবু নাছের, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, নাইক্ষ্যংছড়ি পেশাজীবি সংগঠনের সভাপতি হাফেজ আবু সুলতান, নাইক্ষ্যংছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বশির আহমেদ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,‌ নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক ওসি তদন্ত একরামুল্লাহ, সেকেন্ড অফিসার মনসুর হোসেন মানিক, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা ওসি মাসরুরুল হকের সততা, পেশাদারিত্ব ও মানুষের প্রতি আন্তরিকতার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

বিদায়ী বক্তব্যে ওসি মাসরুরুল হক নাইক্ষ্যংছড়ির মানুষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দায়িত্বকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। এ কাজে নাইক্ষ্যংছড়ির মানুষের সহযোগিতা ও ভালোবাসা আমি আজীবন স্মরণে রাখব।”

উল্লেখ্য, ওসি মাসরুরুল হকের বদলিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখা হলেও, একজন দক্ষ ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তার বিদায়ে নাইক্ষ্যংছড়িবাসীর মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবে না বলে মনে করছেন স্থানীয়রা।

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a