থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় সাঙ্গু নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাঙ্গু নদীর ওই অংশে দুটি ইঞ্জিনচালিত নৌকা বিপরীত দিক থেকে আসার সময় হঠাৎ মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় এক নৌকা উল্টে গেলে নৌকার মাঝি পানিতে পড়ে গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাঝি রেমাক্রি ইউনিয়নের ৩নং ওয়ার্ড, কলাপাড়া উসাথোয়াই মারমা ছেলে শৈসাইমং মারমা (৩৫) বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি, থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার জানান, নৌযান দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর এই অংশে প্রায়ই বাঁক এবং পানির স্রোত বেশি থাকায় দুর্ঘটনার ঝুঁকি থাকে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন নৌযান চালকদের সতর্কভাবে নৌকা চালানোর আহ্বান জানিয়েছে।
আরো পড়ুন→রুমা জোন কমান্ডারের সঙ্গে রুমা বার্তার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ