বান্দরবান প্রতিনিধিঃ বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম ( BTSWF ) বান্দরবান জেলা শাখার উদ্যোগে একাদশ শ্রেণীর নবীন বরন, উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) বান্দরবান সদর তঞ্চঙ্গ্যা হোস্টেলে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম বান্দরবান জেলা শাখার সকল সদস্য ,বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সদস্য ও এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস্ ওয়েলফেয়ার ফোরাম ( BTSWF ) । এই সংগঠন বিভিন্ন স্কুল, কলেজ ভর্তি সহায়তা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিকনির্দেশনা সহায়তা, শিক্ষা সামগ্রী বিতরণ, সাংস্কৃতিক, ক্রীড়া ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ক কাজ করে যাচ্ছে এবং এই নিয়েই তঞ্চঙ্গ্যা সংগঠনের পথচলা ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন যে, নবীন শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নিজ নিজ দায়িত্বশীল সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এবং ভবিষ্যৎ জীবনে লক্ষ্য স্থির করে এগুতে হবে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস)” এর নেতৃবৃন্দরা শিক্ষাথীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে বিএনপি’র মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরি’র নির্বাচনী প্রচারণা