Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

ওলামা দল বিএনপির গুরুত্বপূর্ণ অংশ: সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী

আরাফাত খাঁন
আপডেট : October 3, 2025
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২ অক্টোবর) সকাল ১১টায় জেলা সদরের চৌধুরী মার্কেট ভবনে জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বান্দরবান জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মো. আবদুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ প্রমুখ। এছাড়া জেলা ওলামা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অংশ। আগামী নির্বাচনে এ সংগঠন বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি এবং যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ। শেষে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে। পরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ৩০ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান মুসলিম আলেমদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে প্রথম সম্মেলনে এস. এম. রুহুল আমিনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

২০১৯ সালের ৫ এপ্রিল ওলামা দলের ১৭১ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল ও জুলাই মাসে দলের অনুমোদনে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়, যেখানে ধর্মীয় আলেম-উলামাসহ ১৩৭ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। বর্তমানে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দায়িত্বে রয়েছেন মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং বান্দরবান জেলা কমিটির নেতৃত্বে রয়েছেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

আরো পড়ুন→শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাশরুরুল হক