নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর উদ্যোগে ঘুমধুম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল অফিসার মেজর শুভের তত্ত্বাবধানে প্রায় ৩৫০ জন স্থানীয় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং বিনামূল্যে ওষুধ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি। এসময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এবং রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মাফিজুর রহমান, পিএসসি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এতে একদিকে যেমন জনগণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন, অন্যদিকে সীমান্ত এলাকায় আস্থাভাজন বাহিনী হিসেবে বিজিবি আরও ঘনিষ্ঠ হচ্ছে।
কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমেও সীমান্তবাসীর পাশে দাঁড়াচ্ছে। জনগণের প্রতি এ সহযোগিতা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
স্থানীয়রা বিজিবি’র এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের চিকিৎসা সেবা তাদের কষ্ট লাঘব করবে।
বিস্তারিত পড়ুন→বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ফের বন্য হাতি আহত