Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রুমায় টোল ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন

চনুমং মারমা
আপডেট : September 15, 2025
Link Copied!

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় সকল প্রকার টোল ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রুমা বাজারে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, টোল ট্যাক্স সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করছে। প্রান্তিক কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এর কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা আরও বলেন, গত কয়েক বছর ধরে কুকি-চিন সন্ত্রাসীদের তৎপরতার কারণে রুমার অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছিল। ব্যবসা-বাণিজ্য ও ট্যুরিজম বন্ধ হয়ে যাওয়ায় বাজারে কোনোরকম প্রাণচাঞ্চল্য ছিল না। তবে সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর অক্লান্ত পরিশ্রম ও উদ্যোগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। দোকানপাট খুলছে, বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়ছে।

এই অবস্থায় অতিরিক্ত টোল আদায় এলাকার অর্থনীতিকে আবারও পিছিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বক্তারা বলেন, রুমার চারটি ইউনিয়নে বসানো টোল পয়েন্টগুলোতে অতিরিক্ত টোল আদায় এবং সাধারণ মানুষের প্রতি হয়রানি চলমান রয়েছে। এর ফলে মানুষের মনে একরাশ ক্ষোভ ও অনাস্থা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষক ক্যউসিং মারমা বলেন, “বাজারের আড়তদার ও তাদের সিন্ডিকেট কৃষিপণ্যের দর নির্ধারণ করে। আমরা আমাদের ফসল বাজারে আনলেও ন্যায্যমূল্য পাই না। ব্যবসায়ীরা ইজারার দোহাই দিয়ে আমাদের ঠকায়।”

বিশেষ করে ২ নং রুমা সদর ইউনিয়নের কক্ষংঝিড়ি এলাকার টোল পয়েন্টে অতিরিক্ত টোল আদায় ও অস্বাভাবিক হয়রানির অভিযোগ উঠেছে। কৃষক ও কাঁচামাল ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

বক্তারা আরও বলেন, রুমার পিছিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে হলে সরকারকে কৃষকদের জন্য বাজেট বরাদ্দ, প্রণোদনা এবং স্বল্পসুদের কৃষিঋণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, স্থানীয় চার ইউনিয়ন পরিষদ চাইলে জনগণের উপর আরোপিত টোল ট্যাক্স বাতিল করতে পারে।

তারা জোর দাবি জানিয়ে বলেন— “জনগণের উপর কর নয়, টোল ট্যাক্স বাতিল হোক! নাগরিকের স্বার্থে টোল মওকুফ কর।”

মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ও কয়েকজন উপজেলার নেতা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন জনগণের এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

এখনো পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের শান্তিপূর্ণ এই প্রতিবাদকে টোল নীতি পুনর্বিবেচনার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন→ধর্মীয় উৎসব উপলক্ষে সেনাবাহিনীর মানবিক সহায়তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।