নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রকৃতি দৃর্যোগ আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনা’ বৈধকরণ দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ও সেভ দ্যা চিল্ড্রেন’র সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বেসরকারী সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস।
মঙ্গলবার (২৬ আগস্ট ) সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত বৈধকরণ সভায় উপস্থিত ছিলেন, মনিটরিং অফিসার বোধি প্রিয় তংচংগ্যা, প্রজেক্ট অফিসার উক্য হাই মার্মা, ফিল্ড ফেসিলিটেটর রুবিনা আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর মংড়ী চাক, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্বেচ্ছাসেবক মোঃ রায়হান ও মিখিং মার্মা।
এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রশাসক,চেয়ারম্যান, সদস্য ও সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, গণমাধ্যমকর্মী সহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর কর্মকর্তাদের নিয়ে এ বৈধকরণ সভায় উপস্থিত ছিলেন।