থানচি প্রতিনিধিঃ “কাজের প্রতি পুড়োপুড়ি বিশ্বাস রেখে আত্মনির্ভরশীল হয়ে যুব সমাজকে একসাথে এগিয়ে আসতে হবে। পরস্পরের নির্ভরশীলতায় আত্নবিশ্বাসী হয়ে পাহাড়ী-বাঙালি কোন বিভেদ থাকবে না যখন এক হয়ে কাজ করবে এবং একসাথে চলা শুরু করবে।”
থানচিতে একটি যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে থানচি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল এই কথা বলেন।
“ভবিষ্যৎ বিনিমার্নে, তরুন্যের বিচিত্র্য শক্তিই পারে সমৃদ্ধ দেশ গড়তে” এই প্রতিপাদ্যে সামনে রেখে বান্দরবানের থানচিতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে থানচি টাউন হলে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে, ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগীতায়, সাহস নিয়ে এগিয়ে চলো, কারন তুমি ভবিষ্যৎ; নারীর মর্যাদা রক্ষা, আমাদের অঙ্গীকার; নির্যাতনের শিকার নারী ও কন্যা শিশুকে নয় বরং নির্যাতনকারীকে অভিযুক্ত করি ও তার শাস্তি নিশ্চিত করি; শিরোনামে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) সভানেত্রী, নেমকিম বম সভাপতিত্বে, উপ নির্বাহী পরিচালক উবানু মারমা সঞ্চালনায়, যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শরীফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ রহিদুল রহমান মৃধা, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংপ্রু ম্রো ও থানচি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা প্রমুখ।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা