Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

সুযোগ থাকছে যোগ্যব্যক্তির নাম অন্তর্ভুক্তি, ভোটার স্থানান্তর ও সংশোধনের

রেমবো ত্রিপুরা
আপডেট : August 11, 2025
Link Copied!

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা ও ভোটার স্থানান্তর এবং ইহাতে কোন অন্তর্ভুক্তি সংশোধন বা ক্রুটি-বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রবিবার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে যে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষে হালনাগাদকৃত ভোটার তালিকা খসড়া প্রকাশ করা থেকে শুরু করে চুড়ান্ত তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সময়সূচি নির্ধারণ করেছেন।

সময়সূচি অনুযায়ী ১০ আগস্ট ৩০ জুন ২০২৫ পর্যন্ত ভোটার ডাটাবেজ অন্তর্ভুক্ত ০১/০১/২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হয়।

সেই লক্ষ্যে আগামী ২১ আগস্ট এর মধ্যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যু জনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোন অন্তর্ভুক্তি সংশোধন বা ক্রুটি-বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ দিনে যা ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ১৪ এর মাধ্যমে দরখাস্ত করতে হবে।

দাখিলকৃত দরখাস্ত সমূহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তি শেষ করা হবে আগামী ২৪ আগস্ট। তারপর সংশোধনের জন্য দাখিলকৃত দরখাস্ত উপর গৃহিত সিদ্ধান্ত সন্নিবেশন করা হবে ২৬ আগস্ট। পরবর্তীতে ৩১ আগস্ট সম্পূরক তালিকাসহ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এই নিয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল হামিদ জানান, সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি করা, মৃত্যু জনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোন অন্তর্ভুক্তি সংশোধন বা ক্রুটি-বিচ্যুতি দূর করার জন্য আগামী ২১ আগস্ট এর মধ্যে থানচি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার সুযোগ রয়েছে।

আরো পড়ুন→বিজিবির কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন আরাকান আর্মি সদস্য, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য