নাইক্ষংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলা পরিষদের সদস্য ও বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি
এডভোকেট আবুল কালাম বলেছেন,সরকার ইমাম-মুয়াজ্জিনদের মানোন্নয়নে কাজ করছে। চব্বিশের পরিবর্তনের পর দেশের সব বৈষম্য ধীরে ধীরে দূর হচ্ছে। আগে ইমাম মুয়াজ্জিনদের অবহেলার দৃষ্টিতে দেখা হত।
এখন সম্মানের দৃষ্টিতে দেখা হয়। ইমামরা আমাদের নেতা। এদের অবহেলা করার সুযোগ নেই।
তিনি শনিবার ( ২৯ মার্চ) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি ইসলামী ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে মসজিদ ভিত্তিক ইমাম-মুয়াজ্জিনদেরন ঈদ বোনাস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাজহারুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ মো : মাশরুরুল হক, নাইক্ষংছড়ি উপজেলা জামায়াতের সভাপতি ওমর ফারুক সিরাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষংছড়ি ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মৌলানা মোজাম্মেল হক,
বান্দরবান জেলা ওলামা মাশায়েখ পরিষদের সহসভাপতি হাফেজ মৌ: মুতাহেরুল হক,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু নাসের,উপজেলা
জামায়াতের অফিস সেক্রেটারী সাংবাদিক মাহমুদুল হক বাহাদুর।
বিতরণ অনুষ্ঠানে ২শত ৫ জন ইমাম-মুয়াজ্জিনকে ৯ হাজার টাকা করে মোট ১৮ লক্ষ ৪৫ হাজার ঈদ বোনার বিতরণ করা হয়।


