নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আজ।
উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আফির্সাস ক্লাবের মিলনায়তনে সোমবার (২ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মহাজহারুল হক চৌধুরী ।
সভায় উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,থানা’র অফিসার ইনচার্জ ওসি,মো: মাসরুরুল হক,কৃষি কর্মকর্তা মো: এনামুল হক,উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ চুট্টু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর,বাংলাদেশ জামায়াতে ইলসামী নাইক্ষ্যংছড়ি পেশাজীবী ফোরামের সভাপতি আবু সোলতান, সাধারণ সম্পাদক জাকের আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়াবুল হক জিয়া, নাইক্ষ্যংছড়ি বাজার সমিতির সভাপতি ও শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন,নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুবাইরুল হক, ব্যবসায়ী হায়দার কোম্পানিসহ সরকারী কর্মকর্তা শিক্ষকা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় এ দু’ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। যা স্ব -স্ব দিনে যথাযথভাবে পালনের সিদ্ধান্ত হয়।
আরো পড়ুন >>>পার্বত্য চুক্তির ২৭তম বার্ষিকী উপলক্ষে রুমা সেনা জোনের বিভিন্ন আয়োজন


