ডেস্ক নিউজঃ আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম আদালত চত্বরে ইসকন সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তার জানাজায় অংশ নেন আইনজীবীরা।
অন্যদিকে, বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।
এ ছাড়া বুধবার দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে হত্যার ঘটনার প্রতিবাদে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে তারা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা দেয়।
এদিকে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর গায়েবানা জানাজা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে লোহাগাড়া সাতকানিয়ার ঢাবি শিক্ষার্থীরা। এতে অন্যান্য শিক্ষার্থীরাও অংশ নেন।
এর আগে রাত ৯টার দিকে প্রত্যেক হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে বিক্ষোভ মিছিল শেষে গায়েবানা জানাজা পড়েন তারা।
আরো পড়ুন >>>চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যা ও মসজিদ ভাঙচুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ