নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যা ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবানের সাধারণ মানুষ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮ টায় বান্দরবান জেলা সদরের বিভিন্ন মসজিদের মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে, কেন্দ্রিয় মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যের সভাপতি আসিফ ইকবাল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে অধ্যক্ষ মাওলানা বদরুল হক বলেন, আইনজীবী সাইফুলকে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারী ইসকন জঙ্গীদের নিষিদ্ধ করতে হবে। নয়ত বাংলাদেশের মুসলিম জনতা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।
জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক বলেন, মুসলমানরা উগ্রতা বিশ্বাস করেনা, কোনো মন্দির ভাঙচুর করেনা। দেশের ক্রান্তিলগ্নে রাত জেগে মন্দির রক্ষায় পাহাড়া দিয়েছে। কিন্তু জঙ্গী ইসকন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ে দেশে নতুন করে ষড়যন্ত্রের পায়তারা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই আইন হাতে তুলে নেয়া যাবেনা। সরকারকে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যের সভাপতি আসিফ ইকবাল বলেন, ‘আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। ফ্যাসিস্টদের উত্তরসূরি জঙ্গী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। স্থানীয় প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই ইসকন জঙ্গীরা যেন বান্দরবান জেলায় আর কোনো মিছিল করতে না পারে।
বক্তারা প্রশাসনের কাছে দাবি রেখে বলেন, আজকের পর থেকে ইসকন এর কোনো কর্মসূচি পালনের সুযোগ করে দেয়া যাবেনা, প্রশাসনের কাছে একটাই অনুরোধ সম্প্রীতির বান্দরবানে কোনো রকমের সম্প্রদায়িক ধাঙ্গা যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।
উল্লেখ্য: জাতীয় পতাকা অবমাননা মামলায় গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বিমানবন্দর এলাকা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে আদালত থেকে কারাগারে নেয়ার পথে আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস এর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে এসময় কিছু উগ্র ইসকন সমর্থক চট্রগ্রাম আদালতে হামলা করে।হামলায় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
আরো পড়ুন >>>জামিন নামঞ্জুর করা হয়েছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের