নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে তথ্যটি জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার নবাগত (ওসি) মো: মাসরুরুল হক। তিনি বলেন,যেকোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবেলা করতে প্রস্তুত নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।
উল্লেখ্য: আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়। বুধবার রাতে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
(আরো পড়ুন)
নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।