Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন।

রেমবো ত্রিপুরা
আপডেট : March 7, 2024
Link Copied!

থানচি প্রতিনিধি: সারাদেশে ন্যায় বান্দরবানের থানচিতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” উপর উপস্থিত বক্তৃতা, কুইজ, চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। দুপুর ১২ টায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মানুন। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ পারভেজ ভূঁইয়া ও উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মোঃ নিজাম উদ্দীন প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। এই ভাষণের মাধ্যমে বাঙালির মুক্তি সংগ্রামের উজ্জীবিত করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।