Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান রুমায় সড়ক দুর্ঘটনায় এক পর্যটক নিহত

আরাফাত খাঁন
আপডেট : February 26, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: রুমা-বগালেক সড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমূখি সংঘর্ষে মোঃ সালেহ (৪৫) নামক এক মোটরসাইকেল চালক নিহত এবং একই ঘটনায় আজাদ( ৩৯) নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার ২ নং রুমা সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড মুনলাই পাড়া সংলগ্ন রুমা-বগালেক সড়কে এই ঘটনা ঘটে।

নিহত মো সালেহ (৪৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকার মিয়া হোসেনের ছেলে। আহত আজাদ( ৩৯)ও একই এলাকার মৃত হাজী আবদুল মিয়ার ছেলে।

স্থানী সূত্রের তথ্য মতে, বেলা সাড়ে ১২ টায় রুমা-বগালেক সড়কের মুনলাই পাড়া এলাকায় বগালেকগামী মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে বাইক চালক ও বাইক আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহতদের রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত বাইক চালক সালেহ (৪৫) কে মৃত ঘোষণা করেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং আহত ব্যাক্তি চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।