নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের লামায় ২৬জানুয়ারী ২২ইং বুধবার সকাল ১১টায় লামা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ কার্যালয়, লামা সমবায় অফিসার পক্ষ থেকে ৫টি সমবায় সমিতি সদস্যগণের প্রশিক্ষণ ও সম্মানী ভাতা দেওয়া হয়। প্রশিক্ষণ উপস্থিত ছিলেন, প্রধান অতিথি : লামা সমবায় অফিসার আয়মন আরা বেগম। বিশেষ অতিথি : সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ। উপজেলা মৎস্য অফিসার মকসুদ হোসেন। সভাপতিত্ব করেন কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন চেয়ারম্যান : প্রশান্ত ভট্টাচার্য এবং সদস্য সহ প্রমুখ।
প্রশিক্ষণ বলেন- প্রাথমিক সমবায় সমিতি অকার্যকর হলে কিংবা সমিতির সদস্যগণ সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে উপজেলা সমবায় অফিসার উক্ত সমবায় সমিতিকে অবসায়নের জন্য জেলা সমবায় অফিসারের নিকট সুপারিশ পেশ করতে পারবেন এবং সদস্যদের আগ্রহের কারণে অবসায়ন আদেশ প্রত্যাহার সুপারিশ করতে পারবেন। সমবায় সমিতির অডিট বর্ষে নিরীক্ষীত উদ্বত্ত পত্রে প্রর্দশিত নীট লাভের ১০% অথনা প্রাথমিক সমবায় সমিতির জন্য সর্বোচ্চ ১০,০০০/= (দশ হাজার) টাকা অডিট ফি ট্রেজারী চালানের মাধ্যমে জমা প্রদান করতে হয়।
প্রশিক্ষণঃ সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠান সমূহের সদস্যদেরকে সমবায় ব্যবস্থাপনা, আইন, বিধি ও বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের মাধ্যমে সমবায় সমিতিতে গিয়ে সদস্যদের সমিতির ব্যবস্থাপনা সমবায় আইন, বিধি, উপ-আইন ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।