বান্দরবান সংবাদদাতাঃনাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের প্রথম সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে দলীয় কার্যালয়। যার ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০ জন ফরম সংগ্রহ করেছেন।নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে।পদপ্রত্যাশীদের মধ্যে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে ২০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এসম্পর্কে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বদুর উল্লাহ বিন্দু জানান,বাংলাদেশ ছাত্রলীগ, নাইক্ষ্যংছড়ি উপজেলা সম্মেলন উপলক্ষে পদপ্রত্যাশীরা পছন্দ মতো পদে ফরম সংগ্রহ করেছে, সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ২০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
জানা গেছে প্রথমবারের মতো নাইক্ষ্যংছড়িতে ছাত্রলীগের সম্মেলনে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন,মোঃইমরান(রুবেল), রেজাউল করিম,মোঃবায়োজিদ,মেহেদী হাসান সানি,প্রমে মার্মা, ছালেহ নুর করিম(রিপন),মোঃ রিদুয়ান,আবু ছালেহ নোমান, আব্দুল আহাদ, নজিব উল্লাহ।
এই সম্মেলনের সাধারণ সম্পাদক পদে ফরম সংগ্রহ করেছেন, ইরফান মাহাবুব রায়হান,রফিকুল ইসলাম(রিজভী),মুমিনুল ইসলাম মুমু,ফয়সাল আজাদ, জহির রায়হান,বোরহান আজিজ, ফজলুল রহমান, আবদুল গফুর, রুবেল বড়ুয়া, শেখ শাহাব উদ্দিন,আমানুল হক,ওমর ফারুখ,টিংকু বড়ুয়া,বিটু বড়ুয়া,সাজেদুল করিম রিফাত,জাহিদুল ইসলাম,জাহাঙ্গীর আলম,মহিউদ্দিন রায়হান,জহির খান বাপ্পি,মিজানুর রহমান, মহিউদ্দিন মানিক, মাহি রায়হান।
উল্লেখ্য যে,প্রার্থী’রা ২০ জানুয়ারি বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে।২১ই জানুয়ারি প্রার্থীতা যাচাই-বাছাই।২২ই জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ২৪ ই জানুয়ারি বৈধ বা চুড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।
অন্যদিকে,পদপদবী প্রত্যাশী নেতা কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা দেখা গেছে। যার যার অবস্থান থেকে সবাই পদ পেতে উপজেলা ও জেলায় চালিয়ে যাচ্ছেন লবিং।
এ ব্যাপারে সম্মেলন প্রস্তুতি কমিটি থেকে জানান, যারা বিগত সময় দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং ত্যাগী নেতারাই নতুন নেতৃত্বে আসবে। যাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আছে তাদেরকে কোন পদে রাখা হবেনা।