পাহাড় কন্ঠঃবান্দরবান চিম্বুক দিয়ে অবৈধভাবে কাঠ চোরাচালানকালে,মুফিজ সওদাগর নামে এক চোরাই কাঠ ব্যবসায়ীর ২শত ৬৩ ঘটফুট কাঠসহ ১টি মিনি পিকআপ ও ১টি ৫ টনের ট্রাক জব্দ এবং গাড়িতে থাকা চোরাই কাঠ পাচার সিন্ডিকেটের ৫জন শ্রমিককে আটক করে বন বিভাগ।
২০ জানুয়ারী দিবাগত রাতে সদর উপজেলার চিম্বুক সড়কের পাবলা হেডম্যান পাড়া এলাকায় এই অভিযান চালায় বনবিভাগ।
আটককৃত হলো মো. মঞ্জুর (২৯),পারভেজ (৩২), জয়নাল আবেদীন (৩১), মইউদ্দীন (২৪) ও ইকবাল হোসেন (২৫)। তারা দুইজন সদর উপজেলা, দুইজন লোহাগাড়া ও একজন সাতকানিয়ার বাসিন্দা।
বনবিভাগ সুত্রে জানা যায়,অবৈধ চোরাই কাঠ পাচারকারী একটি চক্র অবৈধভাবে কাঠ নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে,বিভাগীয় বন কর্মকর্তা দিকনির্দেশনায় পাইন্দু রেঞ্জ কর্মকর্তা ইসমাইল ও রুমা রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ অভিযান চালিয়ে কাঠসহ ২টি গাড়ি এবং গাড়িতে থাকা ৫ শ্রমিককে আটক করতে সক্ষম হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, প্রতিদিন
রাতে মফিজ সওদাগর এর নেতৃত্বে চোরাই কাঠ পাচার সিন্ডিকেট অবৈধভাবে কাঠ পাচার করছে।চিম্বুক এর পোড়া বাংলা,এম্পু পাড়া সহ আশপাশের বিভিন্ন পাড়ার সংরক্ষিত বনের কাঠ অবৈধ কেটে পাচার করছে এই সিন্ডিকেট।
এব্যপারে পাইন্দুং রেঞ্জ কর্মকর্তা ইসমাইল জানান, সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে,অভিযান চালিয়ে অবৈধ কাঠ আটক করতে সক্ষম হই। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।