থানছি (বান্দরবান) সংবাদদাতাঃ গত ৩ জানুয়ারী সোমবার দিবাগত রাতের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাইত্লিং ম্রো পরিবার।
অগ্নিকান্ড সময়ে ঘরের উপস্থিতি থাকলেও বিভিন্ন বিভ্রাতি হাওয়া তাদের মালামাল উদ্ধার করতে পারিনি এবং তাদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ লক্ষ অধিক পুড়িয়ে ছায় হয়েছে বলে জানান।
আজ ১৮ জানুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সময়ের ৩ জানুয়ারী দিবাগত রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের মজুদ করার বশদসহ নগদ অর্থ সকল সম্বল মানবতার জন্য আজ তাদের পরিবার ক্লাইত্লিং ম্রোকে কিছু নগদ অর্থ, চাউল,তেল,আলু,বিভিন্ন যন্ত্রপাতি সহায়তায় প্রদান করেছেন” বাংলাদেশ মানবাধিকার কমিশন ” থানছি উপজেলা শাখা এ-র উদ্যোগে।
এই সময়ে উপস্থিত ছিলেন,মংবোওয়াংচিং মারমা (অনুপন) সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ; থানছি উপজেলা শাখা, সভাপতি, থানছি উপজেলা প্রেসক্লাব,লেখক উমসিং মারমা, সাধারণ সম্পাদক ; বাংলাদেশ মানবাধিকার কমিশন, থানছি উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন, শহীদুল ইসলাম (শহীদ) হিমংপ্রু মারমা, অর্থ সম্পাদক, থানছি উপজেলা প্রেসক্লাব এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।