1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  3. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  4. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
যুবকদের উদ্যেগে বয়স্ক সামাপ্রু মারমা মাথা গোঁজার ঠাঁই হলো - paharkantho
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
নাইক্ষ্যংছড়িতে সবজি ব্যাবসায়ীর লাশ মিললো খালে। নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ঘুমধুমে যুব সমাজের উদ্যোগে রাস্তা মেরামত ঘুমধুম খাল থেকে অজ্ঞাত যুবকের পঁচনধরা মরদেহ উদ্ধার বান্দরবানের থানচি-রুমা পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার রুমায় কৃষকের বসত বাড়িতে আগুন, সব পুড়ে ছাই বান্দরবানে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা আটক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবকদল সদস্যসচিব আশরাফুল ফরহাদ-কে অব্যহতি সেনাবাহিনীর সহায়তায় ২ বছর পর ঘরে ফিরল বম পরিবার থানচিতে খেয়াং নারীর মৃত্যুকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

যুবকদের উদ্যেগে বয়স্ক সামাপ্রু মারমা মাথা গোঁজার ঠাঁই হলো

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৫০৪ জন নিউজটি পড়েছেন

পাহাড় কন্ঠ ডটকমঃবান্দরবান সদর হতে ১৮ কিলোমিটার দূরে কুহালং ইউনিয়নে ৭নং ওয়ার্ডের অবস্থিত বটতলী বাগমারা গ্রাম।৫৬টি পরিবারে বসবাস।ওই গ্রামে প্রায় লোকজন কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে থাকেন।সেই গ্রামে ৮০ বছরের ঊর্ধ্বে স্যা মা প্রু মারমা নামে’এক বৃদ্ধ মহিলা থাকেন।কোন রকম ভাঙ্গা বাড়িতে বসবাস করে।

তার করুণ অবস্থা দেখে গ্রামের কয়েকজন যুবক বৃদ্ধ মহিলার পাশে দাঁড়িছেন।দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। যার অর্থ একতা। এই যেন ভিন্ন ধরণে মানবতা সেবার উদ্যোগ।প্রথমে বর্তমানে ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক)সেই মহিলা দু:খের কথা তুলেন ধরেন। তারপর তারা ডোনেশন সেল শুরু করেন। আস্তে আস্তে অর্থ জমা হয়। এক পর্যায়ে শেষ নিশ্বাস ত্যাগ করার আগে তাদের সংগৃহিত অর্থের মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই বুড়ি মাকে নতুন ঘর নির্মাণ করে দিলো কিছু তরুন যুবক।ঘর পেয়ে আনন্দে আত্মহারা বুড়িমা এবং তাদের এই মহৎ উদ্যোগকে বিভন্ন মহল থেকে সাধুবাদ জানিয়েছেন।

এলাকাবাসীরা জানান,মহিলাটি ওই গ্রামেই প্রায় ৪০ বছর ধরে আছেন।বর্তমানে তার এই ভুবনে আপন বলতেই কেউ নেই।তাই দুই মুঠো অন্নের জন্য ভিক্ষা করে চলতে হতো।প্রতিদিন সকালে একটি থালা ও লাঠি ভর করে ভিক্ষা করতে বের হয় বুড়ি মা। এভাবেই চলে তার বেঁচে থাকা লড়াই। বৃদ্ধ মহিলার আসল বাড়ি ছাউ পাড়ায়।তিনি।ওই গ্রামে ভোটার হওয়ার কারণে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যায়।

গেল কয়েকদিন আগে এনজিও কর্মী সা অং মারমা নামে এক সমাজ সেবক গ্রাউস এনজিও”র প্রজেক্টের ফিল্ড কাজে আসলে তার নজরে পড়ে ৮০ বছরের ঊর্ধ্বে বুড়ি মায়ের কষ্টের জীবন। এতে নিজ উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে ভাইরাল হয়।তাঁরপর বিভিন্ন মহল থেকে অর্থ সহযোগীতা আসতেই থাকে।এক সময়ে একটি নতুন টিনশেড বাড়ি নির্মাণ করে দেয় সা অং সহ কয়েজজন যুবক।

বটতলী বাঘমারা গ্রামবাসী উসানু মার্মা জ্যাকসান বলেন,বহুদিন যাবৎ বৃদ্ধ মহিলা বাড়িটি ভাঙ্গা অবস্থা পড়ে ছিল।আমরা কয়েজন বন্ধু মিলে বুড়ি মায়ের করুণ অবস্থা দেখে উদ্যােগ নিতে শুরু করি। প্রধান উদ্যোক্তা সা অং মারমা বলেন,অফিসের কাজে ফিল্ডে গিয়ে বিধবা বৃদ্ধ মহিলাটির ঘর ভেঙ্গে যাওয়া অবস্থায় দেখতে পায়।বৃদ্ধ মহিলাটি করুণ এই অবস্থায় দেখে আমি উদ্যেগ নিয়েছি।পরে সামাজিক যোগাযোগে প্রকাশিত করলে এগিয়ে আসে অনেকে।তাদের সাহায্য আজ বৃদ্ধ মহিলাটি ঘরটি কাজ শুরু করেছি।তার জন্য নতুন ঘর পাশাপাশি চাউল, কম্বল সহ সহযোগীতা দিতে চেষ্টা আছি।সম্পূর্ণ হলেই ঘরটি বুড়ি মাকে বুঝিয়ে দেওয়ার হবে।

উপকারভোগী বৃদ্ধ স্যামা উ মারমা(৮০)বলেন, আমার রক্তে সম্পর্কে আপন বলতেই কেউ নাই।এই দু:খের ভরা জীবন দেখে কয়েকজন তরুন সমাজ সেবক আমার পাশে দাঁড়িয়েছেন।যারা আমাকে সহযোগীতা হাত বাড়িয়েছেন তাদের সকলকেই কৃতজ্ঞতা ও আশির্বাদ করি।

২নং কুহালং ইউনিয়নে ইউপি চেয়ারম্যান সানু প্রু মারমা জানান, বৃদ্ধ মহিলাটি জন্য যেকোন একটি সরকারি ভাতা প্রদান করার চেষ্টা করবো।সেটি ওই এলাকায় জনপ্রতিনিধি মেম্বার মাধ্যমে উদ্যােগ নিতে হবে।পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে চাউল ও কম্বলসহ ত্রাণ সামগ্রী আসলে বৃদ্ধা মহিলা কে অবশ্যই দেওয়া হবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a