বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে অপহরণের শিকার এক রোহিঙ্গা যুবক কে উদ্ধার করেছে ;১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন)একটি দল।গত ১১ জানুয়ারী কোন এক সময় জমির হোসেন নামের ওই যুবককে অপহরণ করা হয় বলে পুলিশ জানায়। গোপন সুত্রে খবর পেয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের একটি দল ১২ জানুয়ারী ভোর সাড়ে ৪ টারদিকে ক্যাম্প-৭’র পার্শ্বস্থ ঘুমধুমস্থ রেডিয়েন্ট গার্ডেন নামক স্থান থেকে তাকে উদ্ধার করে।