মোহাম্মদ আজিজ উল্লাহঃ বাংলাদেশে ব্যাটারিচালিত প্রায় চল্লিশ লাখ তিন চাকার যানবাহন চলাচল বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে এধরনের যানবাহন তৈরী, আমদানি,ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।
গত ১৩ ডিসেম্বর ২০২১ বাঘ ইকো মটরস লিঃ এর সভাপতি কাজী জসিম উল ইসলামের পক্ষে এ ব্যপারে শিল্প,সড়ক পরিবহন ও পরিবেশ সচিবসহ ৭ জনকে বিবাদী করে হাইকোর্টে একটি রিট করা হয়।
গতকাল ১৫ ডিসেম্বর বুধবার দুপুরে বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
রিটের পক্ষের আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্যাটারিচালিত তিন চাকার বিভিন্ন যানবাহন গুলোতে বেশিরভাগই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এছাড়া এই ধরনের তিন চাকার যানবানগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর।এগুলো কোনপ্রকার রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই তিন চাকার যানবাহন বাবদ বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে চলা অবৈধ প্রায় চল্লিশ লাখ ব্যাটারিচালিত তিন চাকার যানবাহন বন্ধের নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট করেছি।
এই বিষয়ে ব্যটারীচালিত তিন চাকা যানবাহনের মালিক ও শ্রমিকরা দাবি করেন,তারা স্বস্ব পৌরসভায় লাইসেন্স প্রাপ্তি ও লাইসেন্স নবায়নের মাধ্যমে রুটে চলাচল করে।এতে সরকারের রাজস্ব ফাঁকি হলে আমাদের কিছু করার নেই।তবে এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের প্রায় ২/৩ কোটি নিম্ন শ্রেণীর জনগণ কর্মহীন হয়ে পড়বে। কর্মহীনদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা মাথায় রেখে সরকার এটি বাস্তবায়ন করতে পারলে আমাদের আপত্তি থাকবে না।