মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা -থানচি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার বাহিনীর সাথে গোলাগুলিতে কেএনএফ দুই সদস্য নিহত থানচিতে কেএনএফ সতর্কতায় বিজিবি’র গণসংযোগ বান্দরবান ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফের আরও ৫ জন রিমান্ডে নাজুক পরিস্থিতিতে ভুগছে থানচির পর্যটন কেন্দ্র গুলো বান্দরবান থানচি ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফ সদস্য ও সহযোগী রিমান্ডে  নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক দুর্গম ধুপানিছড়া যৌথ বাহিনী অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ৯জন আটক বান্দরবান কেএনএফের আরও ৪ সদস্য কারাগারে নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালন

বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩১০ জন নিউজটি পড়েছেন

মোহাম্মদ আজিজ উল্লাহঃ আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে।এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাবাহিনীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন এর আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।সকালে বান্দরবান বাস স্ট্যান্ড সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক এ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তাবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইয়াছমীন পারভীন তিবরীজি।অন্যান্যদের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জেরিন আক্তার পিপিএম, জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট শাহাদত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।এছাড়াও বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা ১১ টায় বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে শহীদ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত‍্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস‍্য শফিকুর রহমান,পুলিশ সুপার,ডিপুটি সিভিল সার্জন,জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্বমুহূর্তে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার আলবদর, আলশামস বাহিনীর সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, লেখক,সাংবাদিক প্রকৌশলী, চিকিৎসকসহ দেশের মূল‍্যবান অগণিত বুদ্ধিজীবীদের নিৃশংস ভাবে হত্যা করেছিল। আমরা মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ হতে এর তীব্র নিন্দা জানাই ঐবং দেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আজীবন শ্রদ্ধাঞ্জলি বজায় রাখব।

এছাড়াও বান্দরবান জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর ও পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাসের নেতৃত্বে আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীগণ আনুষ্ঠানিকতার মাধ‍্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।বিকাল ৩ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং জেলার অন‍্যান‍্য উপজেলায় এই দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠান শেষে পার্বত্য মন্ত্রী মহোদয় বান্দরবান শিশু একাডেমীর ৬ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!