প্রেস রিলিজঃ গত ০৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের মাংফুছড়া থেকে(চট্রমেটো-৬০১২ নম্বর)লেন্ডকুজার পিকআপ গাড়ির চালকসহ অপহরণ করে জেএসএস (মূল)এর সশস্ত্র গ্রুপ।
শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) তারিখ বান্দরবান সদর সেনা জোন এর পরিচালিত অপারেশনের মাধ্যমে জেএসএস (মূল) কর্তৃক অপহরণ করা লেন্ডকুজার পিকআপ(চট্রমেট্রো ড- ৬০১২)গাড়িটি কুহালং ইউনিয়নের ৬ নং ওর্য়াডের চিংলুই পাড়া হতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বান্দরবান জোন সদরে নিয়ে আসা হয়।
গত ০৫ ডিসেম্বর,রবিবার সন্ধ্যা ৬টায় বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের মাংফুছড়া থেকে চালক আল আমিন(৩০) সাং কেয়াজুপাড়া,সরই, লামা জেএসএস (মূল)এর সশস্ত্র গ্রুপ কর্তৃক (চট্রমেটো-৬০১২ নম্বর) গাড়িসহ অপহরণ করা হয় ।
সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রের সংবাদ পাওয়া মাত্রই অপারেশন পরিচালনা করেন এবং চালক আল আমিন (৩০)কে আহত অবস্থায় উদ্ধার করলেও সন্ত্রাসী বাহিনী কর্তৃক গাড়িটির জিপিএস ট্র্যাকার খুলে ফেলার জন্য তাৎক্ষণিকভাবে গাড়ির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।
শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) তারিখ বান্দরবান জোন সদর হতে ভিক্টরি টাইগার্স ৫ ই বেঙ্গল এর নেতৃত্বে পরিচালিত অপারেশনের মাধ্যমে গাড়িটি উদ্ধার করে সেনাবাহিনী। পরে গাড়িটির প্রকৃত মালিক মোহাম্মদ জিয়াউল হক কে লিখিত পত্রের মাধ্যমে হস্তান্তর করেন।
উদ্ধারকৃত চালক আল আমিন তার বিবৃতিতে বলেন, পিকআপ বোঝাই খড় নিয়ে বালাঘাটার উদ্দেশ্যে আসছিলাম, পথিমধ্যে জেএসএস সন্ত্রাসী বাহিনী রাস্তায় গাড়ি আটকে দেয় এবং আমাকে মারপিট করে গাড়িটি নিয়ে চলে যায়। গাড়িটির প্রকৃত মালিক জিয়াউল হক,পিতা-আব্দুল মাবুদ,সাং-বালাঘাটা,বান্দরবান সদর।
সেনাবাহিনীর সদর জোন এক প্রেস রিলিজ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।