নিজস্ব প্রতিবেদকঃনাইক্ষ্যংছড়ির বাইশারীতে সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও মেম্বারদের গণসংবর্ধনা এবং আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
২৫ নভেম্বর বিকেলে বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসংবর্না ও যুবসমাবেশের একই মঞ্চে পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী যুবলীগের সভাপতি আবুল কালাম।
এ দু’অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো:শফিউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন,বান্দরবান যুবলীগ আহবায়ক ক্যালো মং মার্মা,যুগ্ন আহবায়ক ওমর ফারুক,জেলা আওয়ামী লীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা,উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন ও সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, বাইশারী ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক,এন কে রাশেদপ্রমূখ।
সংবর্ধনা সভায় অতিথি ও সংবর্ধিতদের ক্রেষ্ট ও ফুলের মালা প্রদান করা হয়।এসময় নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী বলেন,তিনি আজ সত্যিই গর্বিত এবং আনন্দিত।কেননা তিনি দ্বিতীয় বার চেয়ারম্যান হওয়া ছিলো খুবই কঠিন কাজ। কেননা নৌকার বিরুদ্ধে তৎক্ষালীন আওয়ামী লীগ সভাপতি বিদ্রোহী প্রার্থী ছিলো।এ ছাড়া নানা প্রতিকূল পরিবেশে তিনি নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন।এ জন্যে তিনি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান।এবং এলাকার সকলের কল্যাণ কামনা করেন।