নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান সদরে নিরীহ এক ব্যাক্তির জমি জোরপূর্বক দখল করতে গিয়ে স্কুল শিক্ষক হাফিজুর রহমান মাষ্টার ও পরিবারের সদস্যদের হামলার গুরুতর আহত হোন এক অসহায় নারী।
(ছবি হাফিজুর রহমান মাষ্টার)
ঘটনাটি বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ রুমা স্টেশনে। গত বুধবার (০২ জুন) রাত আনুমানিক ১০ টার সময় ঘটে।পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাফেজ মাষ্টার(৫৮)গং সহ স্বপরিবারে পার্শ্ববর্তী প্রতিবেশী, মোঃ হাবিবুর রহমানের নামিয় জায়গা দখলের নিমিত্তে তাঁর অনুপস্থিতিতে,স্ত্রী পেয়ারা বেগমের (৪৮)ওপর লাঠিসোটা লোহার রড় ও দা নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালায়।ঘটনার খবর পেয়ে প্রতিবেশী’রা রাত আনুমানিক ১২ টার সময় রক্তাক্ত অবস্থায় পেয়ারা বেগমেকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন।ঘটনার পর এলাকাবাসীর তাড়া খেয়ে হাফেজ মাষ্টার ও তার ছেলে-মেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় আহত পেয়ারা বেগম বাদী হয়ে,০৬জুন বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত(আমলী), উপস্থিত হয়ে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেন,মামলা নং-সি, আর৭৩/২১।
বিজ্ঞ আদালত তদন্তের দায়িত্ব দেন,জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ সাহাদাত হোসেনকে।মামলাটি সরোজমিনে, তদন্তপূর্বক মামলার আসামি হাফিজুর রহমান মাষ্টার এবং তাঁর ছেলে মাহাবুব আলমের বিরুদ্ধে মামলার অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হওয়ায় পরবর্তী আইনানুগ কার্যক্রমে জন্য আদালতে প্রতিবেদন জমা দেন।
মামলার বাদী পেয়ারা বেগম বলেন,আমি আইনের আইনের প্রতি শ্রদ্ধাশীল। মহামান্য আদালতের নিকট আমার আরজি,আসামিদের সর্বোচ্চ শাস্তি হোক এবং আমার মতো আর কোন নিরীহ মানুষ যেন হয়রানি শিকার না হয়।