প্রেস বিজ্ঞপ্তিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ বোন নাইক্ষ্যংছড়িসদর মড়েল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা বেগমের দ্বিতীয় কন্য মেধামী ছাত্রী তামিমা আশরিফা তামু (২৩) ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি… রাজেউন)। শনিবার (১২ জুন) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রবিবার (১৩ জুন ) ৫টার সময নামাজের পর নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় জামেমসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তামিমা আশরিফার অকাল মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য মাঈনুদিন খালেদ,উপদেষ্ঠা ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল হামিদ,যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,ইফসান খাঁন ইমন, হাফিজুল ইসলাম চৌধুরী, মোঃ জয়নাল আবেদীন টুক্কু, আব্দুর রশিদ,মোঃ ইউনুছ,মোঃ শাহীন,মাহমদুল হক বাহাদুর শামীম ইকবাল চৌধুরী, আবুল বশর নয়ন,মুফিজুর রহমান,সানজিদা আক্তার রোনা, মোঃ তৈয়ব উল্লাহ,এম আবু শাহমা প্রমুখ। নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তামিমা’র মৃত্যুতে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষক সমিতির মাঝে নেমে আসে শোকের ছায়া। এছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা বেগমের মেয়ের মৃত্যুতে উপজেলার সকল শিক্ষক,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছারসহ উপজেলার বিভিন্ন সংগঠন ও গন্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।