নিজস্ব প্রতিবেদন : পার্বত্য বান্দরবান পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের সৌজন্যে বান্দরবান পৌরসভার নির্বাচিত মেয়র ও বান্দরবান জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী ২য় বারের মত মেয়র নির্বাচিত হওয়া এবং নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলারদের বরন অনুষ্ঠান।
বুধবার(২৪শে মার্চ) সকাল ১১টায় বান্দরবান পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যো দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ১,২ও৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মহিলা কাউন্সিলর দীপিকা তংচংগ্যা মন্জু,৪,৫ও৬ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর এমেচিং মারমা,৭,৮ও৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহনারা আক্তার শানু।
১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির উদ্দিন,২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী,৩নং ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওমর ফারুক,৫নং ওয়ার্ড কাউন্সিলর মং মং সিং,৬নং ওয়ার্ড কাউন্সিলর সৌরভ দাশ শেখর,৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হারুন সরদার,৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুল হাসান বাচ্চু,৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রেজা।
বান্দরবান পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীগন ফুল দিয়ে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের বরন করে নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেনপৌর সচিব ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন,বান্দরবান জেলার সভাপতি তৌহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইসলাম বেবী পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাধুবাদ জানান এবং সামনের দিনগুলোতে পৌরসভার সার্বিক উন্নয়নে সকল কর্মকর্তা কর্মচারীদের আরো নিবেদিত প্রান হয়ে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। এর পর পর্যায় ক্রমে সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী গনের উদ্দেশ্যে তাদের নিজ নিজ অভিমত ব্যাক্ত করেন এবং পৌরসভার উন্নয়নে এক সাথে কাজ করার অঙ্গিকার করেন। বান্দরবান পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত মানের মডেল পৌরসভা করতে নগরবাসী;সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।