Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে বালুবাহী ট্রাকে মিললো অস্ত্র,আটক ৩

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : January 25, 2021
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিজিবির অভিযানে বালুবাহী ট্রাকে মিললো একটি দেশীয় তৈরী অস্ত্র। একই সাথে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারী) নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোয়ানরা গভীর রাতে বাইশারী থেকে অস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হন। এসময় বালুবাহী ট্রাক (চট্টমেট্টো- ১১-৬৩৬৫) জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো- লামা উপজেলার বাসিন্দা ট্রাক চালক মোঃ ইউনুছ আলী (২১), হেলপার রতন মিয়া (২১) ও কক্সবাজারের খুটাখালীর বাসিন্দা বালুর মালিক হেলাল উদ্দিন (৩০)।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ১১ বিজিবির একটি বিশেষ টিম রবিবার গভীর রাতে বাইশারী বাজার থেকে কক্সবাজারগামী বালুবাহী ট্রাকটি সন্দেহজনক ভাবে সংকেত দিলে ট্রাকটি থামানোর পর তল্লাশী চালিয়ে বালুর ভিতরে লুকানো অবস্থায় ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক উদ্ধার করা হয়। পরে ট্রাকটির চালক, হেলপার ও বালুর মালিককে আটক করা হয়। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন- সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচার, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে। আটক আসামী ও উদ্ধারকৃত অবৈধ অস্ত্র নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।