নিজস্ব প্রতিবেদক:(২৪ডিসেম্বর)সকালে ০৮টা ১৫মিনিটের দিকে বান্দরবান পার্বত্য জেলার শহরস্থ কে এস প্রু মার্কেটে ভয়াবহ আগুনের সুত্রপাত ঘটে।
স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এগিয়ে আসে। এ সময় প্রায় দুই ঘন্টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে আগুন নেভানোর কাজ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
নিজেদের জীবন বাজী রেখে ছোট ছোট দলে ভাগ হয়ে কেউ আগুন নিভানোর কাজে,কেউ দোকানে থাকা জিনিসপত্র নিরাপদ রাখতে কাজ করেন।
বান্দরবান সদরের ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ সেনাবাহিনী এবং স্থানীয় জনগণ মিলে প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। শহরের নিকটবর্তী সেনা জোন হওয়ায় আগুনের শুরু থেকে ফায়ার সার্ভিস এর সাথে সেনাবাহিনীর উপস্থিতির জন্য অনেক জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়েছে বলে স্থানীয় ব্যক্তিবর্গ জানান।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ কামাল জানান, সকালে কে এস প্রু মার্কেটে আগুন লেগে ১১ টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্তের পর জানা যাবে।