Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান সদরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : September 23, 2020
Link Copied!

সদরে মানুর টেকে সড়ক   দুর্ঘটনায়  ২ জন গুরুতর আহত হয়।

বুধবার (২৩ সেপ্টম্বর) দুপুরে মানুর টেকে   এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়াংপিও মুরং (৯৪),পেংলং মুরং (৮৫)আহতদের বাড়ী বান্দরবান জেলার আলীকদম উপজেলার কাকড়া ঝিড়ি পাড়া বাসিন্দা।

সুত্রের তথ্যমতে জানা যায়,আলীকদম থেকে চট্টমেট্রো চ –১১-৩৭৩৪ নাম্বারের  মাইক্রোবাস (হাইস গাড়ি) যোগেে ৬ জন যাত্রী সহ বান্দরবান সদরে  আসার পথে মানুর টেক এলাকায়  নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে দুর্ঘটনা পতিত হয়।এতে ৬ জন আরোহীর মধ্যে ২ জন গুরুতর আহত হলে,স্থানীদের  সহায়তায় তাদেরকে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান।

এই বিষয়ে বান্দরবান সদর থানা সূত্রে, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনা কবলিত চট্টমেট্রো চ –১১-৩৭৩৪ নাম্বার সম্বলিত মাইক্রো বাস গাড়িটি বান্দরবান সদর থানা হেফাজতে রয়েছে।